মানিকগঞ্জ জেলার শিবালয়ে উপজেলা ছাত্রলীগ সম্পাদক বহিষ্কার

বহু অপকর্মের শীর্ষদায়ক ছাত্রলীগ শিবালয় উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম রেজাকে অবশেষে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্তের মাধ্যমে বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের শৃংখলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শিবালয় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক রুবেল বিষয়টি নিশ্চিত করে বলেন, সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে কেন্দ্রীয় কমিটি সেলিমকে স্থায়ীভাবে বহিষ্কার করেছেন।



মন্তব্য চালু নেই