মানিকগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার সিংগাইর-হেমায়েতপুর সড়কের ধল্লা বাস্তা বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় মনির হোসেন মানু (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ছাড়াও এ দূর্ঘটায় সেলিম নামে একজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের নিকট থেকে জানা যায়, শুকতারা সার্ভিসের একটি বাস বালিরটেক থেকে ধল্লা বাসস্ট্যান্ডের উপর দিয়ে যাওয়ার সময় বিপরীত থেকে আসা মোটরসাইকেল কে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মানু নিহত হয় ও আহত সেলিম কে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে ভর্তি করা হয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মরত (ওসি) সৈয়দুজ্জামান জানান যে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বাস ও চালক কে আটকের চেষ্টাও চলছে।
মন্তব্য চালু নেই