মানিকগঞ্জে তামাকের সৃষ্ট গ্যাস থেকে গুদামে আগুন

ঢাকা আরিচা মহাসড়কের নিকটে জাগীর গ্রামে সোমবার দুপুরে আব্দুর রহিম খানের তামাকের গুদাম ঘরে আগুন ধরে। এতে ক্ষয়খতির পরিমাণ জানা না গেলেও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাথমিকভাবে ধারণা করেছেন যে, পঁচে যাওয়া তামাকের সৃষ্ট গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শ্রমিকরা জানান, তারা সকলে মিলে সকাল থেকে তামাকের বেল্ট বাঁধার কাজ করছিলেন। দুপুর ১টার দিকে হঠাৎ তামাকের স্তুপ থেকে আগুন জ্বলে উঠে এবং মূহুর্তের ভিতরেই তা আশেপাশের তামাকের বেল্টগুলোতে ছড়িয়ে পড়ে। শুরুর দিকে শ্রমিকরা পানি ছিটিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিসকে খবর দেন।

এতে মানিকগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা বাবুল হোসেন চৌধুরী বলেন যে, দুইটার দিকে ওই গুদামে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস তাদের তিনটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে। পারবর্তী আধ-ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার ফলে বেশ কিছু তামাক পুড়ে গেলেও গুদাম ঘরটি অক্ষত অবস্থায়ই রয়েছে।



মন্তব্য চালু নেই