মানসিকভাবে ‘ফ্রি’ থেকে মাঠে নামতে হবে
আফগানিস্তানের তৃতীয় ও শেষ ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া হবে বাংলাদেশের। পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারানো বাংলাদেশ ‘পুচকে’ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিততে দৃঢ় প্রত্যায়ী।
এজন্য সেরা ক্রিকেট খেলার কোনো বিকল্প নেই তা সাফ জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাঠের সেরা ক্রিকেট খেলার পাশাপাশি মানসিকভাবেও শক্ত থাকতে হবে ক্রিকেটারদের। মাশরাফির বিশ্বাস মানসিকভাবে ‘ফ্রি’ থাকলে তৃতীয় ম্যাচে সেরা ক্রিকেট উপহার দিতে পারবে টিম বাংলাদেশ।
শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সাংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘ওদের হারানোর সামর্থ্য আমাদের রয়েছে। সেই আত্মবিশ্বাস আমাদের আছে। মাঠে আত্মবিশ্বাস নিয়ে খেলতে হবে। আমার কাছে মনে হয় আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমে আত্মবিশ্বাসী হয়ে খেলাই বেটার। আমরা চেষ্টা করছি মানসিকভাবে ‘ফ্রি’ থেকে মাঠে নামতে।’
প্রতিপক্ষকে নিয়ে চিন্তা করার থেকে নিজেদের শক্তি ও সামর্থ্যে বেশি বিশ্বাসী মাশরাফি। এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘আমাদের খেলার মধ্যে একটা বাজে দিন গেছে। এমন না যে আমরা আফগানিস্তানকে ছোট করছি। বাজে দিনের কথা চিন্তা করে মানসিক ও নৈতিকভাবে বিরক্ত হওয়ার কোনো কারণ নেই। এটা ক্রিকেটে হয়, সব স্পোর্টসে হয়। এগুলো মাথায় নিয়ে নামলে কাজটা আরও কঠিন হয়ে যাবে। গত এক-দেড় বছর যেভাবে ইতিবাচক ক্রিকেট খেলেছি সেভাবেই ক্রিকেট খেলার চেষ্টা করছি।’
প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তান যে ধাক্কা দিয়েছে তা আবারও দিতে পারে। সে জন্য বাড়তি সতর্ক মাশরাফি, ‘আফগানিস্তান শেষ এক বছর যেখানেই খেলেছে সেখানে তারা তাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করেছে। এবং সব জায়গায় ওভারঅল ভালো খেলেছে। এখানে যোগ্য দল হিসেবে একটা ম্যাচ তারা জিতেছে। একটা ম্যাচ আমরা ক্লোজ ছিলাম, ভাগ্য ভালো ছিল বলে আমরা জিতেছি।’
মন্তব্য চালু নেই