পাবনার কিছু খবর

মাদার তেরেসা অ্যাওয়ার্ড প্রাপ্তিতে সোহানী হোসেন কে বাংলাদেশ মহিলা পরিষদের অভিনন্দন

পাবনার অন্যতম শিল্প প্রতিষ্ঠান ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সোহানী হোসেনকে সমাজ সেবাই অনন্য অবদানের জন্য ১৫ তম আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড প্রাপ্তিতে।

বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা শাখার পক্ষে থেকে অভিনন্দন জানিয়েছেন, সভাপতি পূরবি মৈত্র। সহ সভাপতি মাহবুবা ইসলাম, নুরুন নাহার, শিরিনা আক্তার। সাধারণ সম্পাদক কামরুন নাহার। অর্থ সম্পাদক রেহানা অক্তার। আন্দোলন সম্পাদক জিনাত। প্রচার সম্পাদক করুনা নাসরিন প্রমুখ।

উল্লেখ্য সোহানী সংগঠনটির উপদেষ্ঠা হিসেবে বিভিন্ন সহযোগীতা ও পরামর্শ দিয়ে আসছে।

 

অপরিচিত ব্যাক্তির কাছে খোলা বোতলে পেট্রোল ও ডিজেল বিক্রি করতে নিষেধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
চাটমোহর পৌর সভার পেট্রোল ও ডিজেল ব্যবসায়ীদের সাথে উপজেলা প্রশাসকের মত বিনিময় সভা উপজেলা নিব্যাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, ব্যবসায়ীদের উদ্দেশে বলেন। দেশে চলমান পেট্রোল বোমা সহিংস ঘটনা যাতে না ঘটে সে জন্য অপনারা অপরিচিত ব্যক্তির কাছে খোলা বোতলে পেট্রোল বেচবেন না। আর বেচলেও তার নাম, ঠিকানা ও পরিমান লিখে রাখবেন।

এ সময় উপস্থিত ছিলেন, চাটমোহর থানার ওসি, চাটমোহর প্রেস ক্লাবের সভাপতি ও স্থানীয় সাংবাদিকরা।

 

পাবনায় ইয়াবা ট্যাবলেট সহ যুবক গ্রেফতার
৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ যুবককে গ্রেফতার করেছে র্র্যব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।
গতকাল গোপন সংবাদের ভিত্তিতে র্র্যাব-১২ এর ভারপাপ্ত কম্পানি কমান্ডার সিনিয়র এএসপি মফিজুল ইসলামের নেতৃত্বে র্র্যাব-১২ এর

একটি অভিযানিক দল, পাবনা শহরের বীনা বানী সিনেমা হলের উত্তর পাশ সংলগ্ন সাইকেল গ্যারেজে অভিযান চালিয়ে রিপন (২৬) কে গ্রেফতার করে।

আটক রিপন পাবনার গোবিন্দা এলাকার রানু মিস্ত্রীর ছেলে।



মন্তব্য চালু নেই