মাদারীপুরে ভারি বর্ষনে জনজীবন বিপর্যস্ত
মাসুদ রেজা ফিরোজী, মাদারীপুর থেকে ॥ মাদারীপুরে থেমে থেমে ভারি বর্ষনে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। আজ বুধবার সকাল থেকে মাদারীপুরে ভারি বৃস্টির কারনে জন সাধারনের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। সকাল থেকে বৃস্টি হয়েই চলছে। বর্ষা মৌসুমের শেষের মাসের প্রথম দিক চলছে, এর পর আসবে শরৎকাল এর মধ্যে শুরু হয়েছে ভারি বৃস্টি।
আবহাওয়া অফিস থেকে জানাগেছে, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে, তাই দেশের কিছু জেলায় ভারি বর্ষন শুরু হয়েছে। মাদারীপুরের কোন কোন নিচু জায়গায় এলাকায় ভারি বৃস্টিতে ডোবা, নালা ভরে রাস্তায় পানি উঠে এসেছে, এমকি বাড়ি-ঘরের উঠানে পানি চলে এসেছে। এদিকে মাদারীপুরে আঞ্চলিক সড়কে ফোর লেনের কাজের জন্য রাস্তা তৈরী করতে রাস্তার পাস থেকে মাটি খোড়া হয়, সেখানে পানি জমে গেছে। আবার মাদারীপুরে চলছে লেকের উন্নায়নের কাজ সেখানেও কাজের ব্যাঘাত গঠছে। অনেক জায়গায় সড়কের সংস্কারের কাজ চলছে বৃস্টির কারনে দেখা দিয়েছে সমস্যা। এতে মাদারীপুরের সাধারন মানুষের ভোগান্তি দেখা দিয়েছে। তবে এসব কাজ দ্রুত এগিয়ে চলছে। এখন মাদারীপুরবাসী সাময়িক সমস্যার মধ্যে রয়েছে। এসব উন্নায়নের কাজ শেষ হলে মাদারীপুর শহর একটি আধুনিক শহরে পরিনত হবে।
মন্তব্য চালু নেই