মাদারীপুরে বঙ্গবন্ধু ল’ কলেজের সন্ত্রাসের বিরুদ্ধে শান্তিপূর্ন মানববন্ধন
মাসুদ রেজা ফিরোজী, মাদারীপুর ॥ মাদারীপুরে আজ সোমবার সন্ত্রাস নয়,শান্তি চাই শঙ্কামুক্ত জীবন চাই এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু ল’ কলেজের আয়োজনে বঙ্গবন্ধু ল’ কলেজের সামনে আয়োজিত সন্ত্রাসের বিরুদ্ধে শান্তিপূর্ন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু ল’ কলেজের অধ্যক্ষ এ.বি.এম নজরুল ইসলাম মিনা এর নেতৃত্বে সন্ত্রাসের বিরুদ্ধে শান্তিপূর্ন মানববন্ধনে অশংগ্রহন করেন কলেজের প্রভাষক জয়াতী ভট্রাচ্যার্য, রেজাউল করিম, আব্দুস সাবাহান এবং কলেজর ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এর আগে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশন দেশের সকল বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসের বিরুদ্ধে শান্তিপূর্ন মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেন। এর এই ধারাবাহিকতায় মাদারীপুরের বঙ্গবন্ধু ল’ কলেজের সন্ত্রাসের বিরুদ্ধে শান্তিপূর্ন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য চালু নেই