মাদারীপুরে নৌকাডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার

Photoমাসুদ রেজা ফিরোজী, মাদারীপুর : মাদারীপুরে বৃস্পতিবার কুমার নদে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত দুইজন নিখোজের মধ্যে একজনের লাশ পাওয়া গেছে। গতকালের ঘটনায় এক বৃদ্ধার লাশ উদ্ধার করা গেলেও আজ শুক্রবার নিখোজ আরেকে জনের লাশ পাওয়া যায়। এখন পর্যন্ত আরেক জনকে পাওয়া যায় নাই।

সূত্রে থেকে জানা যায়, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অনুষ্ঠান করে একটি দল বাড়ি ফেরার পথ মাদারীপুরে হতে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের দিকে যাচ্ছিল। এ সময়ে পথে সিদ্দিকখোলা গ্রামের উকিলবাড়ির কাছে কুমার নদে বিপরীত দিক থেকে আসা ট্রলারের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় ঘটে। এ সময়ে সাবাই কে উদ্ধার করা সম্ভাব হলেও আজ দুপুর পর্যন্ত উদ্ধারকারি ফায়ার সার্ভিস সদস্য ও ডুবুরিরা দুইজকে উদ্ধার করার চেষ্ঠা চালিয়ে যাচ্ছিল, এর মধ্যে হারান বাড়ৈর স্ত্রী ননী বাড়ৈ ( ৪৫) লাশ উদ্ধার করা সম্ভাব হয়। এখন পর্যন্ত নিখোজ অপর একজন হলেন মহারাজা বাড়ৈর স্ত্রী সুচিত্রা বাড়ৈ (৪২)। এ ঘটনায় ঘটনাস্থালে সুখচান বালার স্ত্রী ভানুমতি বালা (৬৭) মৃত্যু বরন করে।



মন্তব্য চালু নেই