মাদারীপুরে আঞ্চলিক মহাসড়কে ফোর লেনের সড়কের কাজ চলছে
মাসুদ রেজা ফিরোজী, মাদারীপুর থেকে : নৌ পরিবহন মন্ত্রি শাজাহান খানের উদ্যোগে মাদারীপুরের আঞ্চলিক মহাসড়কসহ শরিয়তপুর-মাদারীপুরের সড়কে ফোর লেনের রাস্তার কাজ দ্রুত এগিয়ে চলছে। এ ফোর লেনের রাস্তার কাজ করার সময়ে সড়ক উন্ন্যায়নের যন্ত্রের কাজ করার জন্য অনেক সময়ে পরিবহন বাসসহ অন্যান্য গাড়ির যাত্রিদের পড়তে হচ্ছে সাময়িক যানজটের তবে এ যানজন দীর্ঘ হলেও অল্পে সময়ের জন্য।
দেখা যায় ডিসির ব্রিজি থেকে শুরু হয়ে পুলিশ সুপারের বাস ভবন পর্যন্ত সড়কে দীর্ঘ সারির যানজটের, কিছু ক্ষনের এ যানজটের কারনে তেমন কোন গাড়ির যাত্রিদের ক্ষতি না হলেও সাময়িক ভোগান্তির কারন হয়ে দাড়িয়েছে। তবে এ যানজট সাময়িক কারন ফোর লেনের সড়কের কাজ দ্রুত এগিয়ে চলছে।
আশার কাথা হচ্ছে মাদারীপুরের আঞ্চলিক মহাসড়কসহ শরিয়তপুর-মাদারীপুরের এ ফোর লেনের সড়ক হলে যাতায়াদের যেমন সুবিধা হবে তেমন যোগাযোগ ব্যাবস্থা আরোও উন্নিতি হবে।
মন্তব্য চালু নেই