মাদক নিয়ন্ত্রণে র‌্যাব জিরো টলারেন্সে কাজ করবে

গাইবান্ধায় মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্সে কাজ করার ঘোষণা দিয়েছেন র‌্যাব-১৩ (রংপুর)’র অধিনায়ক লে. কিশমত হায়াৎ।

বৃহস্পতিবার তিনি র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)’র ক্যাম্পে সাংবাদিকদের সাঙ্গে মতবিনিময় কালে এ কথা বলেন।

তিনি আরও বলেন-রংপুর বিভাগে মাদক সমস্যা নিয়ন্ত্রণে র‌্যাব জিরো টলারেন্সে কাজ করবে। কিছুদিন আগেও হরতাল অবরোধের নামে গাইবান্ধা জেলায় পেট্রল বোমায় মানুষ পুড়িয়ে মারাসহ নাশকতামূলক কর্মকাণ্ড চলেছিল। বর্তমানে সে পরিস্থিতির অবসান হয়েছে। এখন জেলায় মাদকের ভয়াবহতা নিয়ন্ত্রণে র‌্যাব জিরো টলারেন্সে কাজ করে এ বিভাগ থেকে মাদক সমস্যা দূর করতে র‌্যাব বদ্ধপরিকর।

তিনি জানান-মাদক ব্যবসায়ীরা সমাজ, দেশ ও জাতিকে ধ্বংস করে ফেলে। তাই দেশের স্বার্থেই মাদক নিয়ন্ত্রণে সহযোগিতায় সাংবাদিকদের হাত বাড়িয়ে দেয়ার কথা বলেন।



মন্তব্য চালু নেই