“মাদক ও জঙ্গিবাদ থেকে যুব সমাজ রক্ষায় অভিভাবকদের সজাগ থাকতে হবে”
শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলা পুলিশের বার্ষিক ইফতার মাহফিলে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক বিপিএম, পিপিএম বলেছেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এখন দেশ এগিয়ে চলছে। যখন দেশ উন্নয়নের দিকে এগিয়ে চলছে তখন স্বাধীনতা বিরোধী চক্র জঙ্গি তৎপরতার মাধ্যমে দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করছে। তাই যুব সমাজকে জঙ্গিবাদ ও মাদক থেকে রক্ষা করতে হবে।
শনিবার সন্ধ্যায় শরীয়তপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
এসময় জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক ডেপুটি স্পিকার ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য কর্নেল (অবঃ) শওকত আলী, জেলা ও দায়রা জজ মো. আতাউর রহমান, জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়ালসহ সকল উপজেলার চেয়ারম্যান, পৌর মেয়র, ইউনিয়ন চেয়ারম্যান, পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
মন্তব্য চালু নেই