মাদকাসক্ত শিক্ষার্থীর দায় নিতে হবে শিক্ষককে
কোনো শিক্ষার্থী মাদকাসক্ত হলে তার দায় শিক্ষক এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে নিতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বুধবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শুধু ভাল শিক্ষা দিলেই হবে না। শিক্ষার্থীরা কোথায় গেল, কী করল, তার খোঁজখবর রাখতে হবে এবং তাদের ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’
মন্তব্য চালু নেই