মাথা থেকে ওড়না পড়ে যাওয়ায় ৬ বছরের মেয়েকে হত্যা!

ভারতের উত্তর প্রদেশের বিজাপুর স্টেশন এলাকায় মাথা থেকে ওড়না পড়ে যাওয়ার `অপরাধে’ ৬ বছর বয়সী মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে জাফর হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভোগিপুরা এলাকার মামাউরা গ্রামে শুক্রবার ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস।

পুলিশের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ভাত খাওয়ার সময় মাথা থেকে ওড়না পড়ে যাওয়ার পরও তা খেয়াল না করায় আচমকা মেয়েকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন জাফর। এরপর পেটাতে শুরু করেন। পুরো পরিবারের সামনেই ঘটনাটি ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য লজিক্যাল ইন্ডিয়ানে বলা হয়, তাকে থামাতে না পেরে গ্রামবাসীর কাছে মেয়েকে বাঁচানোর জন্য সহায়তা চান জাফরের স্ত্রী। গ্রামবাসী ঘটনাস্থলে এসে দেখতে পায় তখনও মেয়েকে অমানবিকভাবে মেরে যাচ্ছেন জাফর। তবে চেষ্টা করেও তাকে থামানো যায়নি বলে জানিয়েছে গ্রামবাসী।

পরে পুলিশ এসে মেয়েকে হত্যার দায়ে হাফরকে গ্রেপ্তার করে। এরইমধ্যে এফআইআর দায়ের করেছেন জাফরের স্ত্রী।

প্রতিবেশীরা জানান, চার সন্তানের জনক জাফর ‘মানসিকভাবে স্থিতিশীল নন’ এবং ধর্মীয়ভাবে কট্টর। আত্মীয় স্বজনের সঙ্গেও তার কোন যোগাযোগ নেই।

এরইমধ্যে হত্যাকাণ্ডের ব্যাপারে জাফরকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার বি কে শ্রিবাস্তব।

সূত্র: হিন্দুস্তান টাইমস, দ্য লজিক্যাল ইন্ডিয়ান



মন্তব্য চালু নেই