মাথায় আটকে গেল টিনের কৌটা, অতঃপর…
সকাল সকাল এ কী কাণ্ড! হঠাৎ করেই ফোন এল বেসামরিক বাহিনীর দপ্তরে। দেশের পরিস্থিতি খারাপ হয়ে না পড়লেও ১০ বছরের এক নাবালকের বাবা, মা সেসময় নাজেহাল পরিস্থিতিতে পড়েছিলেন। তাই, তাঁরা বাধ্য হয়ে ফোন করেছিলেন বেসামরিক বাহিনীর দপ্তরে।
কিন্তু, কেন ? জানা গেছে, সৌদি আরবের আবু আইরিশ এলাকায় খেলতে খেলতে ওই নাবালকের মাথায় আটকে যায় টিনের দুধের কৌটো। অনেক চেষ্টা করেও সেই কৌটো খুলতে পারা যায়নি। তারপর ?
এরপরই খবর যায় সৌদি বেসামরিক বাহিনীর দপ্তরে। সঙ্গে সঙ্গেই কর্মীরা চলে আসেন। এরপরই শুরু হয় ওই নাবালকের মাথা থেকে দুধের কৌটো খোলার অভিযান। কিন্তু, শত চেষ্টাতেও কৌটো খোলা না যাওয়ায় শেষপর্যন্ত টিন কাটতে বাধ্য হন তাঁরা।
মন্তব্য চালু নেই