মাত্র ৩০ টাকায় ভারত ভ্রমণ!

শিরোনামটা নিশ্চয় আপনার কাছে আশ্চর্যজনক মনে হচ্ছে। আশ্চর্যজনক মনে হলেও এটিই এখন সত্যি। আপনি ইচ্ছে করলেই এখন থেকে মাত্র ৩০ টাকায় ভারত যেতে পারেন। এর জন্য আপনাকে অবশ্য একটু কষ্ট করতে হবে। গল্প বাদ দিয়ে এবার মূল ঘটনাটা বলছি।

কলকাতায় যেতে হলে বর্তমানে সবচাইতে সোজা ও কম খরচের ব্যবস্থা হচ্ছে রেল ব্যবস্থা। সেক্ষেত্রে প্রথমে আপনাকে দর্শনা যেতে হবে। সেখান থেকে মাত্র ৩০ টাকা ভাড়াতেই মৈত্রী এক্সপ্রেসে উঠে পৌঁছে যেতে পারবেন আপনি কলকাতাতে। কিছুদিন আগে ভারত ঘুরে আসা ছড়াকার হাসনাত আমজাদ একটি অনলাইন পোর্টালকে এমটিই জানিয়ে ছিলেন।

তবে এর জন্যে প্রথমে আপনাকে যেতে হবে দর্শনা। সেখান থেকে ট্রেনে চেপে সোজা কলকাতা। আর সেখানে গেলে আপনি দার্জিলিংসহ আরো দেখে আসতে পারবেন নবাব সিরাজদৌলার বাড়িসহ বহু স্থাপনা।



মন্তব্য চালু নেই