মাত্র ২ মিনিটে দুইটি গোল করলেন কেনে
মাত্র ২ মিনিটে দুইটি গোল করলেন ফুটবলার কেনে। চলমান ইংলিশ প্রিমিয়ার লীগে নিজেদের অজেয় চেহারা ধরে রাখলো টটেনহ্যাম হটস্পার। শনিবার রুদ্ধশ্বাস ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৩-২ গোলে জয় কুড়ায় স্পাররা। আর নাটকীয় ম্যাচের শেষ দিকে ২ মিনিটে দুই গোল করেন টটেনহ্যামের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন। ম্যাচের ২৪তম মিনিটে মিকাইল অ্যান্টোনিওর গোলে এগিয়ে যায় সফরকারী ওয়েস্ট হ্যাম।
৫১তম মিনিটে গোল নিয়ে সমতায় ফের টটেনহ্যাম। ৬৮ মিনিটে পেনাল্টির গোলে ফের এগিয়ে যায় সফরকারীরা। ৮৯তম মিনিটে টটেনহ্যামকে ফের সমতায় ফেরান হ্যারি কেন। আর পরের মিনিটেই পেনাল্টি পেয়ে যায় টটেনহ্যাম। আর ফাউলের দায়ে লাল কার্ড দেখেন ওয়েস্ট হ্যাম তারকা রিড। পেনাল্টিতে গোল নিয়ে দলকে নাটকীয় জয় এনে দেন হ্যারি কেন।
প্রিমিয়ার লীগে এ নিয়ে টানা চার ম্যাচে গোল পেলেন স্পারদের এ ইংলিশ স্ট্রাইকার। ম্যাচের সেরা খেলোয়াড়ের খেতাব কুড়ান টটেনহ্যামের মিডফিল্ডার হ্যারি উইংকস। প্রথম গোলটি ছাড়াও ম্যাচে ৬৭টি সফল পাস লেনদেন করেন তিনি। প্রতিপক্ষ অর্ধে ছিল এর ৩৯টি পাস। শনিবার আইভরিয়ান মিডফিল্ডার ইয়াইয়া তোরের নৈপুণ্যে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ গোলে জয় কুড়ায় ম্যানচেস্টার সিটি। চলতি আসরে এটি ছিল তোরের প্রথম ম্যাচ। আর কোচ পেপ গার্দিওলার বিরাগভাজন খেলোয়াড় তোরে পান ম্যাচে জোড়া গোল। দিনের গরম ম্যাচে ওল্ডট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল দ্বৈরথ শেষ হয় ১-১ গোলের সমতায়।
প্রিমিয়ার লীগ তালিকা
দল ম্যাচ জয় ড্র হার গোল প.
লিভারপুল ১২ ৮ ৩ ১ ৩০/১৪ ২৭
ম্যান সিটি ১২ ৮ ৩ ১ ২৭/১১ ২৭
চেলসি ১১ ৮ ১ ২ ২৬/৯ ২৫
আর্সেনাল ১২ ৭ ৪ ১ ২৫/১২ ২৫
টটেনহ্যাম ১২ ৬ ৬ ০ ১৮/৮ ২৪
ম্যানইউ ১২ ৫ ৪ ৩ ১৭/১৪ ১৯
এভারটন ১২ ৫ ৪ ৩ ১৬/১৪ ১৯
মন্তব্য চালু নেই