মাত্র ১২ বছরে অ্যাপ ডেভেলপার বাঙালি ছেলে তন্ময়!

তেরো বছরের কম ছেলেমেয়েদের বেশিরভাগই দেখা যায় স্কুল, বন্ধু-বান্ধব এবং খেলাধুলো নিয়ে মেতে থাকে। কিন্তু ১২ বছরের কানাডাবাসী তন্ময় বক্সী তার বয়সের আর পাঁচটা ছেলে-মেয়েদের মতো একদমই নয়৷ তার এই সব কিছুর প্রতি একদমই নজর নেই৷ যখন অন্যরা এইসব নিয়ে ব্যস্ত তখন সে ব্যস্ত আপ ডেভেলপ করতে৷ সে প্রথম অ্যাপ ডেভেলপ করে যখন তার পাঁচ বছর বয়স৷ তন্ময় এখন বিশ্বের কনিষ্ঠতম অ্যাপ ডেভেলপার৷ তার বাড়ি ভারতের বেঙ্গালুরুতে৷ সেখানে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তন্ময়৷

টুইটারে তন্ময়কে নিয়ে এখন আলোচনার ঝড় ওঠেছে৷ তার প্রশংসা এখন বিশ্বের সর্বত্র করা হচ্ছে৷ সে যে অ্যালগোরিদমটি তৈরি করেছে তার নাম ‘আক্সট তন্ময়’৷ যেটিকে বর্ণনা করা হয় বিশ্বের প্রথম ওয়েব বেসড এনএলকিউএ সিস্টেম হিসেবে৷ এটিকে তৈরি করা হয় আইবিএম ওয়াটসন কগনিটিভ ক্যাপাবিলিটি সাহায্য নিয়ে৷ আট পর্যায়ের এই অ্যালগোরিদমটি ব্যক্তি, সংস্থা, স্থান কিংবা তারিখ সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান করতে সক্ষম বলে জানা গিয়েছে৷ মেধাবী এই বালকটি তার জ্ঞান, তার নতুন বইয়ের মাধ্যমে সবাইকে শেয়ার করতে চায়৷ বইটি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন থেকে স্বাক্ষরিত থাকবে।



মন্তব্য চালু নেই