মাত্র একটি কাজ, আর তাতেই টুইটারে ঝড় তুললেন অজয় দেবগণ…

শুক্রবার টুইটারে ঝড় তুললেন অজয় দেবগণ। কী করেছেন তিনি? স্রেফ একটি ছবি পোস্ট করেছেন। তাতেই যা হওয়ার হয়েছে। কী সেই ছবি? পড়তে থাকুন…

‘‘শিবায়’’ ছবিটি জুড়ে রয়েছেন অজয় দেবগণ। ছবির প্রযোজক, পরিচালক এবং নায়ক, সব তিনি। এই ছবিটির পিছনে অনেক কিছু বাজি লাগিয়েছেন অজয়। ফলে, ছবি যাতে সুপারহিট হয়, তা নিশ্চিত করার সবরকম দায় তাঁর রয়েছে। চেষ্টার কোনও ত্রুটিও রাখছেন না তিনি।

কিন্তু শুক্রবার তিনি যা করলেন, তাতে নিঃসন্দেহে বড়সড় প্রচার পেল তাঁর ছবি। নিজের টুইটার হ্যান্ডলে একের পর এক ‘‘শিবায়’’-র পোস্টার প্রকাশ করছেন অজয়। শুক্রবার অজয় দেবগণ প্রথমে একটি পোস্টার প্রকাশ করেন। তাতে বরফের খাদের উপরে ঝুলতে দেখা যায় তাঁকে। অনেকটা ‘‘ক্লিফহ্যাঙ্গার’’-এর কায়দায়।

অজয় এই পোস্টার প্রকাশ করতেই টুইটারে শুরু হয়ে যায় হ্যাশট্যাগ বিশিবায় (#BeShivaay) ট্রেন্ড। এই ট্রেন্ডই এদিন ঝড় তুলেছে টুইটারে। নীচে রইল সেই পোস্টার।



মন্তব্য চালু নেই