মাতাল জাহিদ বান্ধবীসহ টিম হোটেলে ঢুকেছিলেন!

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের উইঙ্গার জাহিদ হোসেনের অসংলগ্ন জীবন-যাপনের অবাক করা তথ্য বেরিয়ে আসছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামার আগে জানা যায় জাহিদকে বহিষ্কার করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

পেছনের কারণ অনুসন্ধান করতে যেয়ে বেরিয়ে আসছে ‘কেঁচো খুড়তে কেউটে’র মতো ব্যাপার।

টিম সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বুধবার রাত পৌনে দুইটায় মদ খেয়ে টিম হোটেলে ফেরেন জাহিদ। সঙ্গে ছিলেন ‘বান্ধবী’। বৃহস্পতিবার সকালে ঘটনা জানাজানি হলে জাহিদকে ক্যাম্প ছাড়তে নির্দেশ দেয়া হয়।

জাহিদের এমন কাণ্ড এবারই প্রথম নয়। বাংলাদেশ দলে কানাঘুষা আছে, জাহিদ প্রায়ই এমন করেন।

এবার বঙ্গবন্ধু গোল্ডকাপে জাহিদ বেশ ভালো করেছেন। দলের সেমিফাইনালে আসার পেছনে তার অবদান কম নয়।

বৃহস্পতিবার সকাল থেকে জাহিদের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ওইদিন ক্যাম্প ছাড়ার আগে তিনি নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েও পার পাননি। তার সতীর্থরাও তার হয়ে ‘ওকালতি’ করেন। কিন্তু কিছুতেই কিছু হয়নি।

গোল্ডকাপ শেষ হলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় প্রথম সেমিফাইনালে বাহরাইনের মুখোমুখি হবে বাংলাদেশ। জাহিদকে ছাড়াই মাঠে নামবে মামুনুলরা।



মন্তব্য চালু নেই