মাঠ থেকে হাসপাতালে ইমরুল

নিউজিল্যান্ডের বিপক্ষের সিরিজের প্রথম টেস্টে আবহাওয়ার পাশাপাশি ইনজুরির সঙ্গেও লড়াই করতে হচ্ছে বাংলাদেশ দলকে। প্রথম ইনিংসে ব্যাট করার সময় হাতে ব্যথা পেয়ে আর ফিল্ডিং করতে পারেননি অধিনায়ক মুশফিক। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইনজুরিতে পরলেন ইমরুল কায়েস।

দলীয় ৪৬ রানে ওয়াগনারের বাউন্সার পয়েন্টে ঠেলে দিয়ে দ্রুত রান নিতে গিয়েছিলেন তামিম। এ সময় জোড়ে দৌড়ে ডাইভ দিয়ে ক্রিজে পৌঁছালেও বাঁ-পায়ের উরুতে ব্যথা পান ইমরুল। এরপর মাঠে প্রাথমিক চিকিৎসা করা হয় তার। তবে কাজ না হওয়ায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় বাঁহাতি ব্যাটসম্যানকে। পরে মাঠ থেকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে।

ইমরুলের ইনজুরিতে উলটপালট হয়ে যায় বাংলাদেশের। এরপর উইকেট পতনের মিছিলে নামে টাইগাররা। স্কোরবোর্ডে আর মাত্র ২০ যোগ করতেই ফিরে যান প্রথমসারির তিন ব্যাটসম্যান। ফলে ব্যকফুটে থেকেই চতুর্থ দিন শেষ করে বাংলাদেশ।



মন্তব্য চালু নেই