“মাঠে আছি মাঠে থাকবো, এ লড়াইয়ে আমরাই জিতবো”
পৌর নির্বাচন নিছক কোনো নির্বাচন নয় এটি বিএনপির রাজনৈতিক চ্যালেঞ্জ, মাঠে আছি মাঠে থাকবো, এ লড়াইয়ে আমরাই জিতবো বলে মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. শাহাজাাহন।
তিনি আরো বলেন, আমাদের দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে।
এরপরও আমরা শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবো, নির্বাচনে বিজয়ের সাথে গণতন্ত্র পুনোরুদ্ধার করা হবে। মঙ্গলবার বিকেলে নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগকালে বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহাজাহান এসব কথা বলেন।
এ নির্বাচনকে কেন্দ্র দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীনরা প্রভাব খাটিয়ে বিএনপি’র দলীয় প্রার্থী ও নেতাকর্মী উপর হামলা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
এরআগে তিনি জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট ও ফেনীর দাগনভূঞা পৌরসভায় দলীয় নেতাকর্মীদের নিয়ে সাধারণ ভোটারদের মাঝে গণসংযোগ করেন।
এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আবুদর রহিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ, চৌমুহনী পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী জহির উদ্দিন হারুন জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর আলো, সাধারণ সম্পাদক কামাক্ষ্যা চন্দ্র দাস, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান সহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি যুবদল, ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই