মাঠের মধ্যেই ফুটবলারকে পিস্তল দেখিয়ে শাসালেন রেফারি

চলাকালীন অপমান সহ্য করতে না পেরে মাঠের মধ্যেই ফুটবলারকে পিস্তল দেখিয়ে শাসালেন ব্রাজিলের রেফারি ।

পরিস্থিতি নাজুক অবস্থায় যাওয়ার আগেই গাব্রিয়েল মুরতা নামে ওই রেফারিকে শান্ত করেন লাইন্সম্যান।

ঘটনাটি ঘটেছে ব্রাজিলের বেলো হরিজন্তের ব্রুমানদিনিয়োতে আঞ্চলিক একটি লিগ ম্যাচ চলার সময়। ম্যাচটি অপেশাদার দল ব্রুমানদিনিয়ো আর আমান্তেস দা বোলার মধ্যে হচ্ছিল।

লিগের সভাপতি ভালদেনির দে কাস্ত্রো জানান, প্রতিপক্ষ দলের এক খেলোয়াড়কে লাল কার্ড দেখানোর দাবি জানিয়ে আমান্তেসের ম্যানেজার ও বেঞ্চের খেলোয়াড়রা মাঠে নেমে যায়। এক পর্যায়ে রেফারি মুরতাকে লাথি ও থাপ্পড়ও মারে তারা। এই ঘটনার পর মুরতা দৌড়ে ড্রেসিংরুমে যান এবং পিস্তল নিয়ে মাঠে আসেন।

এদিকে রেফারিদের অ্যাসোসিয়েশনের প্রধান জুলিয়ানো বোজ্জানো দাবি করেছেন, পুলিশে চাকরি করা ওই রেফারি ভয় পেয়ে গিয়ে নিজেকে বাঁচাতেই অস্ত্র নিয়ে মাঠে প্রবেশ করেন।

অবশ্য মাঠে পিস্তল নিয়ে আসায় আজীবন নিষিদ্ধ হতে পারেন মুরতা।



মন্তব্য চালু নেই