মাটি খুড়ে তোলা হলো ডিম, ভেতর থেকে বের হলো জ্যান্ত মাছ!
মাটির খুড়ে তোলা হলো ডিম ভেতর থেকে বের হলো জ্যান্ত মাছ! এমন ঘটনাই ঘটেছে পশ্চিম আফ্রিকার এক মুরুভূমিতে।
মাছ ডিম পাড়ে পানিতে, সাধারণত পানিতেই সেই ডিম ফুটে বাচ্চা বের হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে শুকনো মাটির গভীরে ডিমটি ছিল অনেকদিন।
পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, শুকিয়ে যাওয়া মরুনদীর তলার মাটি থেকে একদল লোক ওই ডিমটি উদ্ধার করে। চামড়ার নরম আবরণটি ছিড়ে ফেলার পর দেখা যায় তার ভেতরে একটি জ্যান্ত মাছের বাচ্চা।
সামাজিক মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ক্লিপ এরই মধ্যে দেড় লাখ বার দেখা হয়েছে।
এদিকে প্রাণীবিদরা জানিয়েছেন, আজব ওই মাছটির নাম ওয়েস্ট আফ্রিকান লাংফিশ। এই প্রজাতির মাছ মাটির নিচে শীতনিদ্রা (হাইবারনেশন) দিয়ে টানা তিন বছর থাকতে পারে- খাদ্যগ্রহণ না করেই।
মন্তব্য চালু নেই