মাঝ নদীতে ১১ কিলোমিটার লম্বা মহাসড়ক!
আবারও স্থাপত্যশিল্পে নতুনভাবে তাক লাগিয়েছে চীন। নদীর মাঝ বরাবর ১১ কিলোমিটার লম্বা হাইওয়ে তৈরি করেছে দেশটি। চীনের হুবেই প্রদেশে পাহাড় ও গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া এই হাইওয়েতে নদীপথে বাস ভ্রমণের রোমাঞ্চ পাওয়া যাবে। ডেইলি মেইলের এক প্রতিবেদনে এমনই জানানো হয়।
এদিকে এই হাইওয়ে বর্তমানে বিশ্বের সবচেয়ে দর্শনীয় ও বিজ্ঞানভিত্তিক হাইওয়ের তকমা পেয়েছে। গত ৯ আগস্ট এই হাইওয়ের উদ্বোধন করা হয়।
মন্তব্য চালু নেই