মাঝ নদীতে লঞ্চে তরুণীকে ধর্ষণ চেষ্টা

চাঁদপুরে মেঘনা নদীতে এমভি পারাবাত-১৪ লঞ্চে এক তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চার যুবককে আটক করেছে লঞ্চের কর্মচারীরা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। রবিবার রাতে তাদের আটক করা হয়।

আটক যুবকরা হলেন-সাব্বির, এমরান, রজ্জব আলী ও সুজন। ঢাকার পোস্তগোলা এলাকায় থাকেন তারা।

জানা গেছে, গতরাতে ঢাকা থেকে মাদারীপুরগামী এমভি পারাবত-১৪ লঞ্চের একটি কেবিনে বান্ধবীকে নিয়ে সোহেল নামে এক যুবক মাদারীপুর যাচ্ছিল। চার যুবক এসে সোহেল ও তার বান্ধবীকে ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পরে সোহেলকে কেবিন থেকে বের করে দিয়ে ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করে বখাটেরা। সোহেলের চিৎকারে লঞ্চ কর্মচারী ও যাত্রীরা ছুটে এসে তাদের উদ্ধার করে এবং চার যুবককে আটক করে নৌ-পুলিশের হাতে সোপর্দ করে। পরে নৌ পুলিশ তাদের চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে বলে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানিয়েছেন।



মন্তব্য চালু নেই