মাছ নয়, বড়শিতে এবার ধরা পড়লো আস্ত কুমির!
মাছ নয়, বড়শিতে এবার ধরা পড়লো চার ফুটের এক কুমির! দেখতে কুমিরের মতো হওয়ায় চাঞ্চল্য ছড়াল কাটোয়ায়। এ খবর দিয়েছে এবেলা।
প্রথমে এলাকার মানুষ কুমির ভেবে আটকে রাখেন জন্তুটিকে। বন দফতরকে খবর দেয়া হয়। বন দফতরের কর্মীরা এসে জানান, এটি আসলে একটি ঘড়িয়াল বা মেছো কুমির। পরে সেটিকে উদ্ধার করে বর্ধমান শহরের রমনাবাগানে নিয়ে আসে।
এদিন সকালে শিবশঙ্কর নামে স্থানীয় এক বাসিন্দা ছিপ ফেলে মাছ ধরছিলেন। হঠাৎই বড়শিতে টান পড়ে। বড় মাছ ভেবে টেনে তুলতে যান তিনি।
কিন্তু একা তুলতে পারেননি। তার কিছু সঙ্গীও সেখানে মাছ ধরছিলেন। তারা এসে একসঙ্গে টেনে তোলেন। তোলার পর সবারই চক্ষু চড়কগাছ।
প্রথমে সবাই ভয় পেয়ে যান। তবে সাহস করে ডাঙায় তোলেন। এরই মধ্যে গঙ্গায় কুমির ধরা পড়েছে বলে আশপাশে খবর ছড়িয়ে পড়ে।
কুমির দেখতে ভিড় জমে নদীর পাড়ে। তবে শিবশঙ্কর কুমিরটিকে ছাড়তে নারাজ। তিনি ঘড়িয়ালটিকে নিজের বাড়ি নিয়ে যান। পরে বন দফতরের কর্মীরা এসে এটিকে উদ্ধার করেন।
মন্তব্য চালু নেই