তৃতীয় ধাপের ইউপি নির্বাচন
মাগুরা-১ আসনের এমপির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
মাগুরা প্রতিনিধি: মাগুরা-১ আসনের (মাগুরা সদর ও শ্রীপুর) সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) এ.টি.এম আব্দুল ওয়াহ্হাব-এর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের লিখিত অভিযোগ এনেছেন শ্রীপুর উপজেলার ৩ নং-শ্রীকোল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আনারস প্রতীকের কুতুবুল্লাহ হোসেন মিয়া।
সোমবার কুতুবুল্লাহ হোসেন মিয়া সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট এ অভিযোগ জমা দেন।
লিখিত অভিযোগে কুতুবুল্লাহ বলেছেন, তার নির্বাচনী এলাকা শ্রীকোল ইউনিয়নের শিকদার পাড়া মসজিদ টুপিপাড়াতে সাংসদ ওয়াহ্হাব নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য লোকজনকে নির্দেশ দিয়েছেন। এছাড়াও নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে সাংসদ ওয়াহ্হাব টুপিপাড়া গ্রামে তার নিজ বাড়িতে সোমবার আওয়ামীলীগের স্থানীয় নেতা-কর্মিদের আমন্ত্রণ দিয়ে এক প্রীতিভোজের আয়োজন করেছেন। তাই সাংসদ যাতে তার নির্বাচনী এলাকা ত্যাগ করেন, তার জন্য স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া রিটার্নিং অফিসারের নিকট আবেদন করেছেন।
এ বিষয়ে শ্রীকোল ইউনিয়নের রিটার্নিং অফিসার মধু সূদন সাহা লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি খতিয়ে দেখছি।
আগামী ২৩ এপ্রিল শ্রীকোল ইউনিয়নসহ এ উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হবে।
মন্তব্য চালু নেই