মাগুরা শ্রীপুরে ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা
মাগুরা প্রতিনিধি: ভেজাল সার ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি অভিযোগে মঙ্গলবার দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারের এক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দু’মাসের সাজা প্রদান করা হয়েছে।
জানা যায়,উপজেলার বরিশাট গ্রামের বাসিন্দা ও প্রসিদ্ধ খামারপাড়া বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী রাজীব মোল্লা দীর্ঘদিন ধরে এলাকার ভেজাল সার,নিম্নমানের নকল কীটনাশক ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশককে আসল বলে বিক্রি করে নিরীহ কৃষকদের সাথে প্রতারনা করে আসছিল ।
অভিযোগের শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম,থানার অফিসার ইনচার্জ মোঃ রিজাউল ইসলামের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম এর নেতৃত্বে খামারপাড়া বাজারের উক্ত দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রাজীব মোল্লাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দু’মাসের সাজা প্রদান করা হয়।
মন্তব্য চালু নেই