মাগুরা মহম্মদপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত, আহত ২
মাগুরা প্রতিনিধিঃ মাগুরা-মহম্মদপুর সড়কের যশপুর এলাকায় বাসের ধাক্কায় ভ্যানের রহিমা (২২) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার বেলা ১০ টার দিকে এঘটনা ঘটে। এসময় ভ্যানে থাকা শিশুসহ ২ জন গুরুতর আহত হয়েছেন। নিহত রহিমা যশপুর গ্রামের বেলাল মল্লিক এর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহম্মদপুর থেকে ছেড়ে আসা মাগুরা এসবি পরিবহণের একটি বাস যশপুর এলাকায় পৌছালে ব্যাটারি চালিত ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানে থাকা রহিমা (২২) গুরতর আহত হলে মহম্মদপু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোণনা করে। এসময় মিনা (৩) ও ভ্যান চালক জরিপ হোসেন আহতগুরুতর হয়। আহতদের মহম্মদপু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। বাস চালক পলাতক রয়েছেন।
মহম্মদপুর থানার এসআই নূরুজ্জামান জানান, বাস চালককে আটকের চেষ্টা চলছে।’
মন্তব্য চালু নেই