মাগুরা বুজরুক শ্রীকুন্ডী কলেজের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সভা

মাগুরা প্রতিনিধিঃ বৃহস্পতিবার দুপুরে মাগুরা সদর উপজেলার বুজরুক শ্রীকুন্ডী কলেজের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের এমপি মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব। সভায় সভাপতিত্বে করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মো. মমিন উদ্দিন শেখ।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, চাউলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, চাউলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আবু বক্কর, কলেজের অধ্যক্ষ পল্লব কুমার দে প্রমুখ।
সভায় প্রধান অতিথি বক্তব্যে মেজর জেনারেল (অবঃ) এটি এম আব্দুল ওয়াহ্হাব এমপি বলেন, দেশের মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। সরকারের মূল লক্ষ হচ্ছে উন্নয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। সকল ষড়যন্ত্র প্রতিহত করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালি করে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলের প্রতি তিনি আহবান ।
মন্তব্য চালু নেই