মাগুরা পৌর বিএনপি’র ৯ ওয়ার্ডের পূর্নাঙ্গ কমিটি গঠন

মাগুরা প্রতিনিধি : মাগুরা পৌরসভার বিএনপি’র ৯টি ওয়ার্ডে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাগুরা শহরের কোর্ট পাড়ায় পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন ও অনুমোদন করা হয় বলে পৌর বিএনপি’র আহবায়ক ফারুক আহমেদ বাবুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পৌর বিএনপি’র এ নবগঠিত কমিটিতে এক নং ওয়ার্ডে মাসুদ হাসান খান কিজিল সভাপতি, মিজানুর রহমান তানজেল সাধারন সম্পাদক। দুই নং ওয়ার্ডে হাজী আতর আলী লস্কারকে সভাপতি ও মো; ওহাব বিশ্বাস সাধারন সম্পাদক।তিন নং ওয়ার্ডে মো: দাউদ হোসেন সভাপতি ও শওকত হোসেন বাশীঁকে সাধারণ সম্পাদক। চার নং ওয়ার্ডে একলাচুর রহমান কাটু সভাপতি ও হাজী মোহন মোল্ল্যা সাধারণ সম্পাদক।পাচ নং ওয়ার্ডে মীর শওকত হোসেন খোকন সভাপতি ও মো: ওয়াজিউল্ল্যা রুমি সাধারণ সম্পাদক।ছয় নং ওয়ার্ডে মুন্সি জিল্লূর রহমান সভাপতি ও মিজানুর রহমান মিন্টু সাধারণ সম্পাদক। সাত নং ওয়ার্ডে আতিয়ার রহমান বিশ্বাস সভাপতি ও আব্দুল মান্নান শেখ মন্টু সাধারণ সম্পাদক। আট নং ওয়ার্ডে মো: ওমর আলী সভাপতি ও আব্দুস সাত্তার সাধারণ সম্পাদক। ৯ নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধা ওবাইদুর রহমান বাটুল সভাপতি ও আব্দুস সালাম মোল্ল্যা সাধারকে সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মাগুরা পৌর বিএনপির সম্মেলনের প্রস্তুতি চলছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



মন্তব্য চালু নেই