মাগুরা জেলা আইনজীবি সমিতির নির্বাচন অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি : জেলা আইনজীবি সমিতির বার্ষিক নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতিসহ ১১টি পদে আওয়ামীলীগ দলীয় প্রার্থী এবং সাধারণ সম্পাদকসহ ৪টি পদে বি এন পি দলীয় প্রার্থী নির্বাচিত হয়েছেন এ নির্বাচনের কমিশনার আব্দুর রাজ্জাক এ পি পি রোববার রাতে এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচিত প্রার্থীরা হলেন সভাপতি-শফিকুল ইসলাম বাবলু(আ’লীগ),সহ-সভাপতি-কুমুদরঞ্জন বিশ্বাস(বিএনপি),সাধারণ সম্পাদক -শাহেদ হাসান টগর(বিএনপি),যুগ্ম সম্পাদক দেওয়ানী-সমর জোয়াদ্দার (আ’লীগ),যুগ্ম সম্পাদক ফৌজদারী-জাকির হোসেন মন্ডল(বিএনপি),অডিটর- আনোয়ার জাহিদ(বিএনপি)।এছাড়া আওয়ামী লীগের অন্যান্য নির্বাচিতরা হলেন কোষাধ্যক্ষ-অমিত কুমার মিত্র, গ্রন্থাগারিক -নুরুজ্জামান শাহীন ,ক্রীড়া সাহিত্য সম্পাদক -অজেদা সিদ্দিকী ,সদস্য – মশিয়ার রহমান , মিতা খাতুন ,দেবব্রত শিকদার, হারুনার রশিদ, রওশন আক্তার বিউটি ও মকবুল হোসেন।



মন্তব্য চালু নেই