মাগুরা জাতীয় সংগীত প্রতিযোগিতা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার মাগুরা শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিন ব্যাপি এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কচিকাচা বম্বে সুইটস নামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার দুইটি শাখায় জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ৩০ জন প্রতিযোগি অংশ নেয়। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিল দৈনিক সমকাল।
প্রতিযোগিতা শেষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে অংশগ্রহকারীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন, সহকারী শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছী, জেলা শিশু বিষযক কর্মকর্তা আহম্মদ আল হোসেন, জেলা শিল্পকলা একাডেমির পরিদর্শক অজিত রায়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা আরজু, সহকারী শিক্ষক নব কুমার রায়, সাংবাদিক অলোক বোস প্রমুখ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীরা যাতে শুদ্ধ করে সঠিকভাবে জাতীয় সংগীত পরিবেশ করতে পারে সে জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রালয় এ প্রতিযোগিতার আয়োজন করেছে।
মন্তব্য চালু নেই