মাগুরা কুচিয়ামোড়া ইউপি’র নির্বাচনে আ‘লীগ বিদ্রোহী প্রার্থী জয়ী
মাগুরা প্রতিনিধি : কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শনিবার ষষ্ঠ ধাপে মাগুরা সদরের কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শনিবার অনুষ্ঠিত জেলার একটি মাত্র ইউনিয়নের এ নির্বাচনে বেসরকারি ফলাফলে তিনি ৬ হাজার ৭১২ভোট পেয়ে জয়ী হয়েছে । তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগ মনোনীত আলমগীর হোসেন তুষার পেয়েছেন ৫ হাজার ৯৮১ ভোট। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউনিয়নের ৯ টি কেন্দ্রে সকাল ৮ থেকে বিরামহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোটাররা সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট প্রদান করেন । প্রতিটি ভোট কেন্দ্রে নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে কাজ করেছে । প্রতিটি ভোট কেন্দ্রে পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত । তাছাড়া বয়স্ক নারী-পুরুষদের উপস্থিতি ছিল বেশ ।
এ নির্বাচনে কুচিয়ামোড়া ইউনিয়ন থেকে ৯ জন চেয়ারম্যান প্রার্থী, ৩৩ জন সাধারণ সদস্য, ১১ জন সাধারণ নারী সদস্য অংশ নেন ।
মন্তব্য চালু নেই