মাগুরায় ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

মাগুরা প্রতিনিধি ॥ ২০২১ সালে স্বাধীনতার সুবর্র্ণজয়ন্তী পালনের লক্ষে তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের প্রত্যয় নিয়ে আজ বৃহস্পতিবার থেকে মাগুরায় ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।

পরে কালেকটরেট ময়দানে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ মাহবুবর রহমান। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে র‌্যালী বের হয়। পরে মেলা চত্বরে অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার আজিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহবুবর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক,এলজিইডির নির্বাহী প্রকৌশলী মির্জা ইফতেখার আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা কানাই লাল স্বর্ণকার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা নবুওয়াত আলীসহ প্রমুখ।

সভায় সর্বস্তরে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। মেলায় ৫৫টি স্টলে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ডিজিটাল প্রযুক্তিকে দর্শকদের কাছে উপস্থাপন করেন। মেলায় প্রতিদিন থাকছে স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে গণিত ও কুইজ প্রতিযোগিতা । আগামী ২৮ জানুয়ারী শেষ হবে এ মেলা।



মন্তব্য চালু নেই