মাগুরায় ৩ একর জমির ফলন্ত ধানক্ষেতে বিষ প্রয়োগে ক্ষতিসাধন করেছে দূর্বৃত্তরা

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরা সদরের ঘোড়ানাছ গ্রামে ৩ একর জমির ফলন্ত ধানক্ষেতে শত্রুতা বশত বিষ প্রয়োগ করে ক্ষতিসাধন করেছে দূর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্থরা জানান, জমিটি দীর্ঘদিন ধরে ঘোড়ানাছ গ্রামের রুহোল আমিন লিজ নিয়ে মাছের ঘের তৈরী করে মাছ চাষ করতো। লিজ শেষ হওয়ার পর আমাদের কাছে জমি হস্তান্তর করার কথা বললে তাল বাহানা শুরু করে। এক পর্যায়ে আমরা জমিতে ধান চাষ করি। ধান ফলন্ত অবস্থায় গত বুধবার রাতে কোন এক সময় জমিতে বিষ প্রয়োগ করে। যার কারনে ধান গাছগুলো শুকিয়ে মারা যেতে শুরু করেছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্থরা রুহোল আমিনকেই দোষারোপ করেছেন। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধিন বলে ক্ষতিগ্রস্থরা জানান।

অভিযুক্ত রুহোল আমিন জানান, সকালে আমিও ক্ষতি হওয়া ধানক্ষেত দেখে এসেছি। এরূপ নেক্কার জনক কাজের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। ক্ষতিগ্রস্থদের পাশাপাশি আমিও এর বিচার চাই।



মন্তব্য চালু নেই