মাগুরায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির চেক বিতরণ
মাগুরা প্রতিনিধি: মাগুরায় গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় ৪৭টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে ২০১৫-১৬ অর্থ বছরের প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মাগুরা জেলা মহিলা বিষয়ক দপ্তর এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বেগম ফাতেমা জহুরার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আজমুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মাহবুবুর রহমান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাজমা বেগম ও সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মাহেনুল হক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাগুরা জেলার ৪৭টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে ৯ লক্ষ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন মহিলা সমিতির সভানেত্রী সম্পাদিকা, সুধীজন উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই