মাগুরায় শেখ রাসেল স্মৃতি স্কুল ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে পুলিশ লাইনস স্কুল চ্যাম্পিয়ন

মাগুরা প্রতিনিধি ॥ শেখ রাসেল স্মৃতি স্কুল ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে মাগুরা পুলিশ লাইনস স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। মাগুরা জেলা ক্রিড়া সংস্থা আয়োজিত এ ফাইনাল খেলায় নান্দুয়ালী ডিইউ মাধ্যমিক বিদ্যালয়কে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়। মাগুরা জেলা ক্রিড়া সংস্থা আয়োজিত শেখ রাসেল স্কুল ফুটবল টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশ গ্রহণ করে। শনিবার বিকালে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় পুলিশ লাইনস স্কুল নান্দুয়ালী ডিইউ মাধ্যমিক বিদ্যালয়কে ১-০ গোলের ব্যাবধানে পরাজিত করে এ টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচ সেরা পুরষ্কার পান বিজয়ী দল পুলিশ লাইনসের রাজিব। এ সময় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন প্রমুখ।



মন্তব্য চালু নেই