মাগুরায় শিক্ষার্থীদের মাঝে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্য বই বিতরণ

মাগুরা প্রতিনিধি : মাগুরায় গতকাল রবিবার নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলার বিভিন্ন বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে ।

মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাগুরা জেলা প্রশাসক মুহ: মাহবুবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের এ পাঠ্যবই বিতরণ করেন ।

মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন , মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা আরজু প্রমুখ । প্রাথমিক স্তরে জেলায় ৪৯৯টি স্কুলের মধ্যে ১ লাখ ২৫ হাজার ৪৬৬ টি বই বিতরণ করা হয় । অপরদিকে , মাধ্যমিক স্তরে জেলায় ৯ লাখ ৬৬ হাজার ৫ টি বই বিতরণ করা হয় ।



মন্তব্য চালু নেই