মাগুরায় রাস্তা পাশে পরিত্যাক্ত অবস্থায় নবজাতক উদ্ধার

মাগুরা প্রতিনিধি : মাগুরা শহরের ভায়না মোড়ের খাদ্য গুদামের সামনে রাস্তা পাশ থেকে এক নবজাক উদ্ধার করে মাগুরা সদর হাসপালে ভর্তি করেছে পথচারীরা। বর্তমানে হাসপাতালের শিশু ওয়ার্ডে নবজাতকটির চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছে প্রিম্যাচিউড শিশুটি প্রচন্ড শ্বাস কষ্টে আক্রান্ত।

মাগুরা সদর হাসপাতালের কর্মরত ডা. দেবাশিষ বিশ্বাস জানান, মঙ্গলবার রাত ৯ টার দিকে এক ব্যক্তি নবজাতক কন্যা শিশুটিকে সদর হাসপাতালে নিয়ে আসেন। মাগুরা শহরের ভায়না এলাকায় সরকারি খাদ্য গুদামের সামনে রাস্তার পাশে থেকে পরিত্যাক্ত প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে শিশুর কান্নার শব্দ শুনে তিনি নবজাতকটিকে তুলে নিয়ে এসেছেন।

শিশুটি ব্যাগের মধ্যে তুলোয় প্যাচানো অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিল। বর্তমানে প্রচন্ড শ্বাস কষ্টে আক্রান্ত প্রিম্যাচিউড নবজাতকটিকে শিশু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।



মন্তব্য চালু নেই