মাগুরায় রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

শ্রাবণ, মাগুরা প্রতিনিধি : রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের চক্রান্তের প্রতিবাদে গতকাল রবিবার মাগুরায় মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন মাগুরা জেলা শাখা ।

এ উপলক্ষে শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে স্থানীয় নোমানী ময়দানে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলন মাগুরা জেলা শাখা সহ-সভাপতি এ টি এম সিহাবউদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ মনিরুজ্জামান , ইসলামী আন্দোলন নেতা মাওলানা মশিউর রহমান ও নাজির হোসেন ।

সমাবেশে প্রত্যেক বক্তা রাষ্ট্রধর্ম ইসলাম কে সংবিধানে বহাল রাখার জন্য সরকারের প্রতি জোর জোর দাবী জানান।

তারা আরো বলেন , রাষ্ট্রধর্ম ইসলাম যদি বাতিল হয় তাহলে আরো কঠোর আন্দোলন দেয়া হবে। মানববন্ধন ও সমাবেশে বাংলাদেশ ইসলামী আন্দোলন মাগুরা জেলা শাখার ৩ শতাধিক সদস্য অংশ নেয় ।



মন্তব্য চালু নেই