মাগুরায় মামা বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হল এক কিশোরের

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামে মামা বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে হাসানুর রহমান রিকো(১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে পারনান্দুয়ালী মধ্য মিস্ত্রি পাড়া গ্রামের নুর ইসলাম এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায় রিকো সকালে মামা বাড়ি নাকোল ঘাসিয়াড়া গ্রামে বেড়াতে যায় । দুপুর দেড়টার টার দিকে গড়াই নদীতে গোসল করতে গিয়ে সে পানিতে ডুবে যায় । স্থানীয়রা তাকে উদ্ধার করতে ব্যার্থ হয়ে দমকল বাহিনিকে খবর দেয়। পরে মাগুরা দমকল বাহিনি ও স্থানীয়দের চেষ্টায় বিকেলে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



মন্তব্য চালু নেই