মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ মামলার আসামির তোতার আদালতে আত্মসমর্পণ

মাগুরা প্রতিনিধিঃ গত বছরের ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড়ে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে নামে একজন নিহত গর্ভের শিশুসহ নাজমা বেগম নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ হওয়া মামলার অন্যতম আসামি তবিবুর রহমান তোতা (৪০) মঙ্গলবার বিকেলে মাগুরা জ্যেষ্ঠ বিচারিক আদালতে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার বিকেলে জ্যেষ্ঠ বিচারিক আদালতের ম্যাজিস্ট্রেট ফিরোজ মামুন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তোতা মাগুরা জেলা আওয়ামী সমবায় লীগের সাধারণ সম্পাদক। তবিবুর রহমান তোতা মাগুরায় মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু ও মমিন ভূঁইয়া নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশিটভুক্ত আসামি। এ ঘটনায় নিহত মোমিন ভূঁইয়ার ছেলে রুবেল ২৬ জুলাই তার বাবাকে হত্যা, মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় সদর থানায় ১৬ জনের নামে মামলা দায়ের করেন। মামলার আসামিদের মধ্যে আজিবর নামে একজন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। পরে পুলিশি তদন্তে অপর একজনের নাম বাদ পড়ে তোতা, আয়নাল ও মুন্না নামে ৩ জনের নাম নতুন করে অন্তর্ভুক্ত হয়। মোট ১৭ জনের নামে চার্জশিট দাখিল করা হয় আদালতে। চার্জশিটভুক্ত ১৭ আসামির মধ্যে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত আজিবর এর ভাই মুজিবর এখনও পলাতক।



মন্তব্য চালু নেই