মাগুরায় ভিটামিন এ প্লাস ক্যাম্প বিষয়ক সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা
মাগুরা প্রতিনিধি : বুধবার (১৩ জুলাই) বেলা ১১টায় মাগুরা সিভিল সার্জন অফিস এর সম্মেলন কক্ষে ‘ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান ’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আগামী ১৬ জুলাই ১লাখ ১৭হাজার ১৯১টি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এপ্লাস ক্যাপসুল এ উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানান মাগুরার সিভিল সার্জন ডাঃ এফবিএম আব্দুল লতিফ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের প্রধান স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সদস্য সচিব এ্যাড. শরীফ আমিরুল হাসান বুলুসহ অন্যরা। কর্মশালায় আরও জানানো হয় –শিশুর স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা, রোগ প্রতিরোধ ক্ষমাতা বৃদ্ধি ও শিশু মৃত্যুর হার কমাতে ভিটামিন এপ্লাস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ওই দিন ৬ থেকে ১১ মাস বয়সি ১২হাজার ৫৮২ শিশুকে খাওয়ানো হবে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল।
এছাড়া ১২মাস থেকে ৫৯ মাসের ১লাখ ৪হাজার ৬০৯জন শিশুকে খাওয়ানো হবে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল। জেলার ৪টি উপজেলা, একটি পৌরসভাসহ মোট ৯৯৫টি কেন্দ্রে একযোগে সারাদিনব্যাপী এ টিকা খাওয়ানো হবে।
এ উপলক্ষে ১৬জুলাই শনিবার সকাল ৮টায় মাগুরা পৌরসভা চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাগুরার জেলা প্রশাসক মাহ. মাহবুবর রহমান, পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ অন্যরা।
মন্তব্য চালু নেই