মাগুরায় ব্রান্ডিং বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি ॥ মাগুরায় আজ মঙ্গলবার দুপুরে জেলা তথ্য অফিস এর আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ে জনগণকে অবহিত করণের লক্ষে শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবর রহমান। বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রেজাউল করিম, মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতিরি জেনারেল ম্যানেজার মফিজুর রহমান, শালিখা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার দে, ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিমলেন্দু শিকদার প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক মাহবুবর রহমান- ভিক্ষুকদের বিনামূল্যে চিকিৎসার জন্য হেলথ কার্ড, সোলার প্যানেল, প্রতিবন্ধি ও দলিত হরিজন গোষ্ঠির ছেলে মেয়েদের শিক্ষা উপবৃত্তি চেক এবং যুব উন্নয়নে সেলাই প্রশিক্ষণার্থীদের মধ্যে সদন বিতরণ করেন। এর পর জেলা প্রশাসক শালিখা উপজেলা পরিষদ সুপার মার্কেটের পেছনে ভিক্ষুক পুনবার্সন কেন্দ্রের উদ্বোধন করেন। পুনর্বাসন কেন্দ্রেটি ৩০ শতক জায়গার উপর স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবীদের আর্থিক সহযোগিতায় নির্মিত হবে।
অনুষ্ঠানে বক্তারা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়নের সুফল তৃণমূল জনগণের দোরগোড়ায় পৌছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ১০ টি বিশেষ উদ্যোগ প্রকল্পকে ব্রাডিং করা হয়েছে। ইতিমধ্যে দেশের তৃণমূল জনসাধারণ এসব প্রকল্পের সুফল ভোগ করছে।
মন্তব্য চালু নেই