মাগুরায় বেকার যুবকদের দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা
মাগুরা প্রতিনিধি : বেকার যুবকদের দক্ষ করে গড়ে তুলতে দুই দিন ব্যাপি প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার দুপুরে মাগুরা সদর উপজেলা মিলনায়তনে শেষ হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহযোগিতায় শিক্ষা নবিশি ও কর্মসংস্থান বিষয়ক প্রোগ্রামের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক সংস্থা আই এল ও, ইউএস এইড ও ইউএনডিপি’র অর্থিক সহযোগিতায় পরিচালিত এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের ২০ জন প্রশিক্ষক অংশ নেন। সমাপনী দিনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন আই এল ও এর প্রতিনিধি শেখ আল ফিরুবী ও প্রশিক্ষক মাহবুবুর রহমান।
সভায় জানানো হয়, প্রশিক্ষণপ্রাপ্তরা প্রত্যেকে তাদের স্থানীয় প্রতিষ্ঠানে দুইজন করে বেকার যুবককে মোবাইল সার্ভিসিং, ওয়েলডিং, গ্লাস ফিটিং, কারপেন্টিংসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেবেন। এ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে তারা দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাবে।
মন্তব্য চালু নেই