মাগুরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
শ্রাবণ, মাগুরা: র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মাগুরায় শনিবার বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে ।জেলা সমাজসেবা কার্যালয় মাগুরা এ দিবসের আয়োজন করে ।
সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সদর উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয় । পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা সমাজসেবার উপ-পরিচালক শেখ মাহেনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহ: মাহবুবর রহমান । বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম,সদর উপজেলা চেয়ারম্যান রস্তম আলী ও সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়ারুল ইসলাম ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা এনজিও কো-অর্ডিনেটর আব্দুল হালিম এবং মাগুরা বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক স্কুলের সভাপতি আলী আকতার দুখু প্রমুখ । অনুষ্টানে জেলায় বিভিন্ন প্রতিবন্ধি সংগঠনের সদস্যরা অংশ নেয় ।
মন্তব্য চালু নেই