মাগুরায় বিদেশী নাইন এমএম পিস্তল ও গুলিসহ ১ যুবক আটক
মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার চরমহেশপুর গ্রাম থেকে শুক্রবার রাতে বিদেশী নাইন এমএম পিস্তল ও গুলিসহ মিনু মৃধা (২৮) নামে এক যুবককে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম জানান, উপজেলার চরমহেশপুর গ্রামে ইয়াদ আলী মৃধার পুত্র মিনু মৃধা(২৮) দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে ইয়াবা ব্যবসা করে আসছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ একাধীকবার তাকে বিভিন্নস্থানে তল্লাশী চালায়ে আটক করতে ব্যর্থ হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে পুলিশ গোপন সোর্সের মাধ্যমে জানতে পারে যে মিনু মৃধা চরমহেশপুর গ্রামে ঢুকে ইয়াবা বিক্রি করছে এবং তার কাছে অবৈধ অস্ত্রও রয়েছে। এ সংবাদের ভিত্তিতে থানার ওসি রেজাউল ইসলাম এর নেতৃত্বে এস আই অলিয়ার রহমান,এএসআই নির্মল,হামিদুল ইসলাম,রিজভি আহম্মেদসহ সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় উক্ত এলাকায় তল্লাশী চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিনু দৌড়ে পার্শ্ববর্তী বাঁশ বাগানে পালানোর চেষ্টা করে। পুলিশ তখন তাকে পিছু ধাওয়া করে আটক করতে সক্ষম হয় এবং তার দেহ তল্লাশী করে ১টি বিদেশী নাইন এমএম পিস্তল,১টি ম্যাগজিনসহ ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। ইয়াবা ব্যবসার পাশাপাশি এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত আটক মিনু চুরি,ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত ছিল।
মন্তব্য চালু নেই