মাগুরায় বাস চাপায় শিশু নিহত

মাগুরা প্রতিনিধি : মাগুরায় সোমবার দুপুরে মাগুরা-ঝিনাইদহ সড়কের রাউতাড়া নামক স্থানে বাস চাপায় রোমান নামে সাড়ে চার বছরের এক শিশু নিহত হয়েছে । রোমান রাউতাড়া গ্রামের রুবেল বিশ্বাসের ছেলে ।

রোমানের কাকা মামুন হোসেন জানান , সোমবার দুপুরে রোমান রাস্তা পার হওয়ার সময় ঝিনাইদহ থেকে মাগুরা গামী কামিনী পরিবহন তাকে চাপা দেয় । এ সময় রোমান ঘটনাস্থলে মারা যায় । পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে । লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ।



মন্তব্য চালু নেই