মাগুরায় বাল্য বিবাহ বন্ধে শিশু নিলয় ফাউন্ডেশনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের তিতার খাঁ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাল্যবিবাহ বন্ধে মঙ্গলবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা শিশু নিলয় ফাউন্ডেশন মাগুরা জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে তিতারখাঁ পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সৈয়দ রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ারুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরা, শিশু নিলয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাছিমা বেগম ও ৭নং মঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর আব্দুল লতিফ বিশ্বাস।
সভায় প্রত্যেক বক্তা বাল্যবিবাহ রোধে নানা সুপারিশ তুলে ধরেন। অনুষ্ঠানে বাল্য বিবাহ বিষয়ে কুইজ প্রতিযোগিতায় মঘি ইউনিয়নের তিতার খা মাধ্যমিক বিদ্যালয়, সত্যপুর মাধ্যমিক বিদ্যালয় ও নওয়াপাড়া সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশ নেয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। শেষে মাগুরা থিয়েটার ইউনিট আল এমরানের রচনা ও নির্দেশনায় রোধ পরিবেশন করে।
প্রধান অতিথি ৭ নং মঘি ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করেন। এছাড়া অনুষ্ঠানে শিশু নিলয় ফাউন্ডেশনের মাগুরা শাখার প্রোগ্রাম অফিসার মোয়াজ্জেম হোসেন, ফিল্ড অফিসার শরিফ আলিমুজ্জামান, পাপিয়া সুলতানা ও জান্নাত উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিশু নিলয় ফাউন্ডেশন মাগুরা সদর উপজেলার মঘি, জগদল, হাজরাপুর, বেরুইল পলিতা ও কুচিয়ামোড়া ইউনিয়নে বাল্য বিবাহ, নারী নির্যাতন ও শিশু নির্যাতন প্রতিরোধে কাজ করছে।
মন্তব্য চালু নেই